রেড়ির বীজেই লুকিয়ে আছে ধ্বংসের মন্ত্র! অন্তত আমেরিকার গোয়েন্দা কর্তাদের তাই ধারণা। তাঁরা গোপন সূত্রে খবর পেয়ে জানিয়েছেন, ইয়েমেনের সাবা প্রদেশে জঙ্গি অধ্যুষিত অঞ্চলে আল কায়দা জৈব মারণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। আর তা হচ্ছে রেড়ির বীজ থেকে।
‘রাইসিন’ নামে ওই মারণ বিষ দেখতে সাদা পাউডারের মতন। রেড়ির বীজ থেকে তৈরি এই রাইসিনকে যে কোনও বোমার খোলায় পুড়ে বিস্ফোরণ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। এই প্রক্রিয়াটি সফল হলে বাতাসে ছড়িয়ে পড়বে রাইসিন। গোয়েন্দা অফিসারদের কথায়, এই বিষের এক কণাও যদি দেহের রক্ত সংবহনে প্রবেশ করে তা হলে মৃত্যু অনিবার্য।
আর জঙ্গিরা মূলত শমিং মল, বিমানবন্দর অথবা স্টেশনের মতো কোনও জনবহুল এলাকায় এই জৈব মারণাস্ত্র ব্যবহার করবে বলে খবর। গত বছরই বারাক ওবামা প্রথম আল কায়দার এই জৈব মারণাস্ত্রের কথা বলেছিলেন। তার পর থেকে নিয়মিত এ সম্পর্কে খোঁজখবর নিয়ে যাচ্ছেন। ওসামার মৃত্যুর পরে ইয়েমেনের আল কায়দার শাখা এখন প্রকাশ্যে আমেরিকার উপর আঘাত হানার হুমকি দিচ্ছে।
তবে আল কায়দা এখনও এই বোমা তৈরিতে সাফল্য পায়নি। বিশেষজ্ঞের মতে, রেড়ির বীজ থেকে এই বোমা তৈরি করার সব চেয়ে বড় প্রতিবন্ধক হল শুষ্ক রৌদ্রোজ্জ্বল অঞ্চল। তা ছাড়া সহজে ত্বকের ভিতরে প্রবেশও করতে পারে না এটি। আর ইয়েমেনের ওই অঞ্চলটিই সব থেকে শুষ্ক। |