|
|
|
|
প্রধান গরহাজির, পঞ্চায়েতে তালা |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
পঞ্চায়েত অফিসে প্রধান নিয়মিত না আসায় কাজকর্ম শিকেয় উঠেছে। সিপিএমের প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ তুলে পঞ্চায়েত কর্মীদের বাইরে বের করে দিয়ে পঞ্চায়েত অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের কর্মীরা।
শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ২ ব্লকের বিকনা পঞ্চায়েতে। সকাল ১১টায় তৃণমূলের জনা পঞ্চাশেক কর্মী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা পঞ্চায়েত অফিস বন্ধ করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন। বাঁকুড়া ২ ব্লকের যুগ্ম বিডিও রথীন্দ্রনাথ অধিকারী সেখানে গিয়ে তৃণমূল কর্মীদের আশ্বাস দেওয়ার পরে দুপুর ২টা নাগাদ পঞ্চায়েত অফিসের দরজার তালা খোলা হয়।
স্থানীয় তৃণমূল নেতা কার্তিকচন্দ্র মালের অভিযোগ, ‘পঞ্চায়েত প্রধান দীর্ঘদিন ধরে না আসায় পঞ্চায়েতের কাজকর্ম শিকেয় উঠেছে। বিপিএলের চাল এক মাস ধরে পড়ে রয়েছে। প্রধান না আসায় তা বিলি করা হচ্ছে না। টেন্ডারের বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারেও প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁর দীর্ঘ অনুপস্থিতির কারণে এলাকার উন্নয়নের কাজ বন্ধ হয়ে পড়েছে।” বিক্ষোভ দেখাতে হাজির থাকা প্রায় ৫০ জন তৃণমূল কর্মীর দাবি, পঞ্চায়েতের স্বাভাবিক কাজের পরিবেশ ফেরানোর জন্য প্রধানকে নিয়মিত হাজির থাকতে হবে।
বিকনা পঞ্চায়েতের মোট ১২টি আসনের মধ্যে ৬টি করে আসন সিপিএম এবং তৃণমূল জিতেছিল। শেষে টসে জিতে পঞ্চায়েতের ক্ষমতা পায় সিপিএম। পঞ্চায়েতের সিপিএম প্রধান গৌরীশঙ্কর দাস বলেন, “শারীরিক অসুস্থতার কারণে আমি কিছু দিন পঞ্চায়েতে যেতে পারিনি। সে জন্য পঞ্চায়েত অচল হয়ে পড়ার অভিযোগ ঠিক নয়। বিপিএলের চাল শীঘ্রই বিলি করা হবে। টেন্ডার প্রকাশ করা নিয়ে ওঠা অভিযোগও ভিত্তিহীন।” উপপ্রধান সিপিএমের মহেশ জয়সওয়ালেরও দাবি, “গৌরীশঙ্করবাবু লিখিতভাবে ছুটি না নিলেও তিনি যথেষ্ট দায়িত্ব নিয়ে পঞ্চায়েতের কাজ করেন।”
বাঁকুড়া ২ ব্লকের যুগ্ম বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, “শারীরিক অসুস্থতার জন্য প্রধান কয়েক দিন পঞ্চায়েত অফিসে যেতে পারছেন না। তবে তাঁকে আমি ফের নিয়মিতভাবে পঞ্চায়েত অফিসে আসতে বলেছি। বিপিএলের চাল বিলি শুরু করার ব্যাপারে প্রধানের সঙ্গে কথা বলব।” |
|
|
|
|
|