গ্রামবাসীদের আপত্তিতে জঙ্গলমহলে ক্যাম্প সরানোর সিদ্ধান্ত থেকে পিছু হঠল পুলিশ। ভোটের আগে যারা যৌথ বাহিনী প্রত্যাহারের দাবি তুলেছে, সেই তৃণমূলের বক্তব্য, “এখন ক্যাম্প সরানো যাবে না। ক্যাম্প সরালে অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে।” তাই গোয়ালতোড়ের মাকলি থেকে সরানো হল না আইআরবি জওয়ানদের ক্যাম্প। মাকলি পুলিশি বিবেচনাতেও ‘স্পর্শকতার’। আশপাশেই রয়েছে ভালুকবাসা, হাঁড়িমারা, কুলডাঙ্গার জঙ্গল। এক সময়ে মাওবাদীদের ঘাঁটি ছিল এখানে। সে কারণেই মাকলিতে ক্যাম্প করা হয়েছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসেই চলছিল সেই ক্যাম্প। ৫০ জন আইআরবি জওয়ান থাকতেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ক্যাম্প সরানোর নির্দেশ আসে। সেই মতো শুক্রবার সকালে জওয়ানরা তাঁদের সমস্ত সরঞ্জাম ক্যাম্পের বাইরে বের করেন। ক্যাম্প সরছে জেনেই আশপাশে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন। ক্যাম্প সরানো যাবে না বলে জানান। এর পরেই আগের সিদ্ধান্ত বাতিল হয়।
|
কমার্স কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি হল শুক্রবার। এ দিন দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কলেজ ক্যাম্পাসে এক রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র, মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ সুকুমার মাইতি প্রমুখ। গত বছর সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা হয়েছিল। এক বছরে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। গত বুধবার সমাপ্তি-উৎসব শুরু হয়। গত তিন দিনে আলোচনাসভা, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও শিক্ষাকর্মীদের সংবর্ধনা-সহ নানা অনুষ্ঠান হয়েছে।
|
ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার খড়্গপুর শহরের তালবাগিচা বাজারে শহিদবেদিতে মাল্যদান করেন খড়্গপুর কালচারাল ফোরামের সদস্যবৃন্দ। সন্ধ্যায় তালবাগিচার শিবমন্দির যুব সঙ্ঘ প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভার আয়োজন ছিল।
|
বৃহস্পতিবার খড়্গপুর শহরের ইন্দা-পিরবাবা এলাকায় শিল্পী পিন্টু গুপ্ত স্মরণে একটি সভার আয়োজন করেছিল প্রেরণা গোষ্ঠী। শিল্পীর স্মৃতিচারণা করেন শ্যামল বসু, জাহির চৌধুরী, আলো সিংহ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন অনেকে। উল্লেখ্য, ২০১০ সালের ১১ অগস্ট পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পিন্টু গুপ্তের। |