টুকরো খবর |
সর্পদষ্ট হয়ে দু’জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ ও উলুবেড়িয়া |
সর্পদষ্ট হয়ে শুক্রবার আরামবাগ মহকুমার দু’টি এলাকায় দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কাজ করার সময়ে গোঘাটের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা গায়ত্রী প্রতিহার (৪০) সর্পদষ্ট হন। অন্য ঘটনাটি খানাকুলের মাধবকুণ্ডু গ্রামে। এখানে সর্পদষ্ট হন রবীন্দ্রনাথ দলুই (৩৫)। পুলিশ জানায়, দু’জনকেই আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
প্রবল বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে সাত বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার তেহট্ট-কাঁটাবেড়িয়া (২) পঞ্চায়েত এলাকার খন্দকারপাড়ায়। মৃত শিশুটির নাম শেখ হাসিনুর রহমান (৭)। প্রশাসন সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ প্রবল বৃষ্টিতে হাসিনুরদের মাটির বাড়ি ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। তার দুই দিদি আহত হয়। ৯ এবং ১০ বছরের ওই দুই বালিকাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
বাড়িতে হাতির হানা
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বিয়ে বাড়ির জন্য আনা সব্জি, ডালে ভাগ বসাল একটি দাঁতাল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর বনবিভাগের বাঁকাদহ রেঞ্জ লাগোয়া চাঁচর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা মিল দে জানান, আজ শনিবার তাঁর ছেলের বিয়ে। সে জন্য আগে থেকেই সব্জি, ডাল এনে রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ির জানলা ভেঙে বস্তাভর্তি চাল খেয়ে ছড়িয়ে নষ্ট করেছে হাতিটি। তিনি ক্ষতিপূরণের দাবি করেছেন। বাঁকাদহ রেঞ্জের আধিকারিক বলাই ঘোষ বলেন, “তাঁদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছি।” |
সর্পদষ্ট হয়ে মহিলার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সন্ধ্যায় সন্দেশখালির ঘোলাপাড়া গ্রামের বাসিন্দা শ্যামলী সিংহ (৪০) নামে ওই মহিলা সর্পদষ্ট হলেও তাঁকে খুলনা প্রাথমিক হাসপাতালে আনা হয় শুক্রবার সকালে। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তার আগে সারারাত তাঁকে ফেলে রাখা হয় ওঝা-গুণিনের হাতে। চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো আনা হলে হয়তো বেঁচে যেতেন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্যামলীদেবীর স্বামী নিমাইবাবু মৎস্যজীবী। তিনি বৃহস্পতিবার বিকালে বাড়ি ফিরে উঠোনে জাল শুকোতে দিয়েছিলেন। সন্ধ্যায় সেই জাল তুলতে গিয়েই ভিতরে থাকা সাপ ছোবল মারে শ্যামলীদেবীকে।
|
প্রাণ বাঁচাতেই খুন শেয়ালকে |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
হামলা থেকে বাঁচতে শেয়ালকে গলা টিপে মেরে ফেললেন ইটাহার থানার মানাইনগরের বাসিন্দা, ৫৫ বছরের ইয়াসিন আলি। শুক্রবার ঘটনাটি ঘটে। শেয়ালের কামড়ে তিনি জখম হয়েছেন। বর্তমানে তিনি রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন দুপুরে ইয়াসিন বাড়ির পাশে জমিতে একটি গরু এবং একটি বাছুর বাঁধতে গিয়েছিলেন। পাটখেত, থেকে শেয়ালটি বেরিয়ে বাছুরটিকে তাড়া করে। সেটিকে ধরতে না পেরে শেয়ালটি ওই ব্যক্তির উপর ঝাপিয়ে পড়েন। তাঁর দুই হাতে কামড় দেয়। রক্তাক্ত অবস্থাতেই তিনি শেয়ালটির গলা টিপে মারেন। বিভাগীয় বনাধিকারিক অপূর্ব সেন বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বন্যপ্রানীকে আটক করতে পারি না। লোকালয়ে যাতে শেয়াল না ঢোকে সে জন্য কী করা যায় দেখা হচ্ছে।” |
পশুদের জন্য |
আলিপুর চিড়িয়াখানায় কর্মীদের আন্দোলনের ফলে দীর্ঘক্ষণ পশুপাখিরা খেতে পায়নি বলে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল শুক্রবার স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থের মামলা শুরু করলেন। কর্মী বিক্ষোভ-আন্দোলনের জেরে চিড়িয়াখানার পশুপাখিরা খাবার বা পানীয় জল পায়নি, এই অভিযোগ শুনে ক্ষু্ব্ধ হয়ে হাইকোর্টের বিচারপতি তপেন সেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কয়েক দিন আগে চিঠি লিখেছিলেন। ওই চিঠিকেই মামলার আবেদন হিসেবে ধরে নিয়ে জনস্বার্থের মামলা দায়ের হয়। শুক্রবার প্রধান বিচারপতি এবং বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ এ নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্রকে হাইকোর্টে রিপোটর্র্ জমা দিতে বলেছে। প্রসঙ্গত, ৫ এবং ৬ অগস্ট কর্মী আন্দোলনের জেরে চিড়িয়াখানার পশুপাখিরা প্রায় ৬০ ঘণ্টা খাবার এবং জল পায়নি বলে একটি সংবাদপত্রে খবর প্রকাশ হয়েছিল। |
|