|
|
|
|
|
প্রস্তাবিত ফিল্ম-সিটির শিলান্যাস শনিবার
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া
|
|
রাজ্য সরকার উত্তরপাড়ায় গঙ্গা ঘেঁষা ৩৫০ বিঘা জমিতে যে ফিল্ম-সিটি গড়তে উদ্যোগী হয়েছে, আগামী শনিবার তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে সে দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান এবং সভারও আয়োজন করা হয়েছে। রবিবার শিলান্যাস এবং অনুষ্ঠানের জায়গা দেখতে এসে এ কথা জানিয়েছেন কলকাতার মেয়র
শোভন চট্টোপাধ্যায়।
উত্তরপাড়ার কোতরং বটতলা থেকে ধারসা পর্যন্ত জি টি রোডের ধারে গঙ্গা লাগোয়া প্রায় ৪০০ বিঘা জমি রয়েছে কলকাতা পুরসভার। পুরসভা সূত্রের খবর, কলকাতার কাছাকাছি ফিল্ম-সিটি তৈরির ইচ্ছে রয়েছে মুখ্যমন্ত্রীর। |
|
উত্তরপাড়ায় প্রস্তাবিত ফিল্ম-সিটি ঘুরে দেখছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
রয়েছেন দীপঙ্কর দে ও হরনাথ চক্রবর্তী। নিজস্ব চিত্র |
তা ছাড়া, রয়েছে পাশে গঙ্গা থাকার সুবিধা। সেই কারণেই উত্তরপাড়ার ওই জমিটি চিহ্নিত করা হয়। এর আগে, গত ৫ জুন জমিটি পরিদর্শন করে গিয়েছিলেন শোভনবাবু। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে এবং পরিচালক হরনাথ চক্রবর্তী।
রবিবার দুপুর ২টো নাগাদ বৃষ্টির মধ্যেই শোভনবাবুরা উত্তরপাড়ায় হাজির হন। এ দিনও তাঁর সঙ্গে আসেন হরনাথ চক্রবর্তী এবং দীপঙ্কর দে। শোভনবাবু বলেন, “এই জমিতেই ফিল্ম-সিটির শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। পাশের ভদ্রকালী হাইস্কুলের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩৫০ বিঘা জমিতে ফিল্ম-সিটি হবে। বাকি ৫০ বিঘায় একটি দমকল কেন্দ্র এবং পরিস্রুত পানীয় জল প্রকল্প গড়া হবে। তা ছাড়া, এখানে উত্তরপাড়া থানার জন্য নতুন ভবন গড়া হবে।” তাঁর দাবি, “ফিল্ম-সিটিটি আধুনিক প্রযুক্তির হবে, যা পূর্ব ভারতে আগে হয়নি।”
তবে, প্রস্তাবিত প্রকল্পটি কী ভাবে রূপায়িত হবে বা অর্থের সংস্থান কী ভাবে হবে, তা খোলসা করেননি মেয়র। ওই জমিতে অন্তত ১১টি ইটভাটা রয়েছে। সবগুলিই ‘বেআইনি’ বলে দাবি শোভনবাবুর। ভাটাগুলির সঙ্গে অন্তত দু’হাজার মানুষের রুজি জড়িত। তাঁদের ব্যাপারে সরকারি স্তরে ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। |
|
|
|
|
|