নেপথ্যে জমি
 

কেন্দ্র যা চেয়েছিল

মমতা যা চেয়েছেন
৭০ ভাগ জমি কিনতে হবে বেসরকারি শিল্প সংস্থাকে। সরকার সর্বাধিক ৩০ ভাগ অধিগ্রহণ করতে পারবে। বেসরকারি শিল্পকে পুরো জমিই বাজার থেকে কিনতে হবে।
উর্বর কৃষিজমি যথাসম্ভব এড়াতে হবে। একান্ত নিতে
হলে সেই পরিমাণ পতিত জমিকে উন্নত করা বাধ্যতামূলক।
দো-ফসলি, বহু ফসলি বা বনাঞ্চলের জমিতে
যাতে শিল্প গড়ে উঠতে না পারে, সে জন্য ‘নো ইন্ডাস্ট্রি জোন’।
পাঁচ বছরে প্রকল্পের কাজ শুরু না হলে জমির মালিককে জমি ফেরত শুধু সরকারি উন্নয়নমূলক কাজে অধিগ্রহণ। মাথায় রাখতে হবে জমিদাতাদের জীবিকার বিষয়টিও।
সামাজিক পরিকাঠামো, জাতীয় নিরাপত্তাই জনস্বার্থ। এ ক্ষেত্রে ষোলো আনা অধিগ্রহণ করবে সরকার। প্রয়োজনে বেসরকারি শিল্পকেও ‘জনস্বার্থের’ তকমা। জনস্বার্থের দোহাই দিয়ে জোর করে জমি অধিগ্রহণ নয়।

নতুন খসড়া
বেসরকারি সংস্থার জন্য কতটা জমি অধিগ্রহণ, তা সংশ্লিষ্ট রাজ্যের উপর ছেড়ে দেওয়া হচ্ছে।
জনস্বার্থের সংজ্ঞা সুনির্দিষ্ট। সেই তালিকায় থাকছে, জাতীয় নিরাপত্তা, পরিকাঠামো ও শিল্প (যেখানে জনগণের স্বার্থে কাজ হবে) ইত্যাদি।
উচ্ছেদ হওয়া পরিবারই নয়, নির্ভরশীলদের জন্যও পুনর্বাসন ও ক্ষতিপূরণ।
পুনর্বাসনের দিকটি যাতে অবহেলিত না হয়, তাই জুড়ে দেওয়া হল অধিগ্রহণ ও পুনর্বাসন বিল দু’টি।
অধিগ্রহণ ও ক্ষতিপূরণ

জমি অধিগ্রহণ
সরকার নিজের জন্য জমি অধিগ্রহণ করতে পারে
সরকারি কাজ বেসরকারি সংস্থাকে দিয়ে করালে সে জন্য অধিগ্রহণে জমি মালিক ও নির্ভরশীলদের ৮০%-এর সম্মতি প্রয়োজন
বেসরকারি সংস্থা ক্ষতিপূরণের শর্ত মেনে ১০০ একর বা ততোধিক জমি পুরোটাই কিনতে পারে বা কিছুটা অধিগ্রহণে সরকারকে আর্জি জানাতে পারে
বেসরকারি প্রকল্পে বেসরকারি সংস্থার জমি অধিগ্রহণ করবে না সরকার
বহু ফসলি ও সেচযুক্ত জমি অধিগ্রহণ নয়

ক্ষতিপূরণ
গ্রামে জমির বর্তমান বাজারদরের তিন গুণ, তার সঙ্গে জমিতে মোট সম্পদ-মূল্য মিলে ক্ষতিপূরণের অঙ্ক, সঙ্গে সমপরিমাণ খেসারত
শহরে এককালীন আর্থিক প্যাকেজ জমির বাজারদরের দ্বিগুণের কম নয়
অধিগ্রহণের ১০ বছর পর্যন্ত যত বার জমি হাতবদল, বর্ধিত মূল্যের ২০% মূল মালিককে দিতে হবে
নির্ভরশীলদের জন্য এককালীন ৫০ হাজার টাকা অনুদান
পরিবার পিছু এক জনকে চাকরি, সম্ভব না হলে ২ লক্ষ টাকা
এক বছর ধরে পরিবার পিছু ৩ হাজার টাকা, ২০ বছর ধরে মাসিক দু’হাজার টাকা করে ‘অ্যানুইটি’, মূল্যবৃদ্ধির হার অনুযায়ী যা বাড়তে পারে
জমি অধিগ্রহণের পাঁচ বছরের মধ্যে প্রকল্প না হলে আসল মালিককে জমি ফেরত
এককালীন ক্ষতিপূরণের এক-চতুর্থাংশ সুদ সহ ফিরিয়ে নেওয়া হবে