রবীন্দ্র বিশেষজ্ঞ, কলকাতার ভারত-জাপান সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা কাজুও আজুমা প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জাপানের ইচিকাওয়া শহরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ দিন সকালে বিশ্বভারতীর রবীন্দ্রভবনের প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে ফোনে এ খবর জানান কাজুও আজুমার স্ত্রী কেইকো আজুমা। নীলাঞ্জনবাবু বলেন, “ওঁর দু’টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।” ১৯৩১-এর ১৪ অগস্ট টোকিওয় কাজুও আজুমার জন্ম। ‘ডাকঘর’ নাটকের অনুবাদ পড়ে রবীন্দ্রনাথ ও ভারতবর্ষের প্রতি তাঁর আগ্রহের সূচনা। রবীন্দ্রনাথকে আরও ভালভাবে জানার জন্য বাংলা শেখেন। বাংলায় রবীন্দ্রনাথ, ভারতবর্ষ বিষয়ক কয়েকটি গ্রন্থ লেখেন তিনি। জাপানি ভাষায় ১২ খণ্ডে রবীন্দ্র রচনাবলি প্রকাশের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৬৭-১৯৭১ পর্যন্ত বিশ্বভারতীর জাপানি বিভাগে অধ্যাপনা করেছেন। ২০০৭-এ কলকাতায় ভারত-জাপান সংস্কৃতি কেন্দ্র (রবীন্দ্র-ওকাকুরা ভবন) গড়ে ওঠে তাঁর আর্থিক সহায়তায়।
|
ঢাকার কাছে গাজিপুরের জঙ্গল থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ ভোরে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-এর একটি দল ওই জঙ্গলে তল্লাশি চালায়। মাটি খুঁড়ে মিলেছে, ৭.৬২ মডেলের সাব মেশিনগান (এসএমজি)-এর প্রায় ১৫ হাজার গুলি এবং ২০ কিলোগ্রাম বিস্ফোরক। তবে কাউকে গ্রেফতার করা যায়নি বলে র্যাব জানিয়েছে। গত দু’দিনে বাংলাদেশের জঙ্গি সংগঠন ‘শাহাদাত-ই-আল-হিকমা’-র প্রধান কাওসার হুসেন সিদ্দিকি ও হিজবুল তাহরিরের উপদেষ্টা মাহামুদুল বারিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর, তাদের জেরার পরই গাজিপুরের জঙ্গলে অস্ত্রশস্ত্র মজুত করার খবর জানা যায়। তারা আরও জানিয়েছে, উদ্ধার হওয়া এসএমজি-র গুলি সাধারণত বাংলাদেশের জঙ্গিরা ব্যবহার করে না। তাদের ধারণা, ভারতের কোনও জঙ্গিগোষ্ঠীকে সরবরাহ করার জন্যই ওই গুলি এবং বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল।
|
একের পর এক পথ দুর্ঘটনায় বাংলাদেশে একই দিনে মৃত্যু হল ২৫ জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে বগুড়ার শাহজাহানপুরে। সকাল পৌনে ছ’টা নাগাদ নমাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রিবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। এর মধ্যে, ঘটনাস্থলেই মারা যান এগারো জন। মৃতেরা প্রত্যেকেই বাসের যাত্রী। প্রায় একই ঘটনা ঘটেছে গাজিপুরে। সেখানেও যাত্রিবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। আহত ১৫। এ ছাড়াও গোপালগঞ্জের কাশিয়ানিতে পৃথক দুর্ঘটনায় মারা গিয়েছেন আরও দু’জন। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন বহু যাত্রী। |