টুকরো খবর

অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। বুধবার সকালে ভরতপুর থানার চোয়াতোর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম সুন্দরী দে (১৯)। মাস চারেক আগে এলাকায় অজয় দে নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। অজয়বাবু একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। কর্মসূত্রে তিনি বর্ধমান জেলার বার্নপুর এলাকায় থাকেন। সুন্দরী থাকতেন বাড়িতেই। ওই দিন সকালে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মারা যান তিনি। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, এই দিন সকালে স্বামীর সঙ্গে ফোনে কথাবার্তা বলার পরেই ওই মহিলা ভেঙে পড়েন। তিনি বাপের বাড়ি চলে যান। তবে তারপরে তিনি শ্বশুরবাড়িতে ফিরেও এসেছিলেন। তারপরেই তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানতে পেরেছে।

অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম হজরত মণ্ডল (৪২)। বাড়ি ধানতলা থানার হাজরাপুর গ্রামে। মঙ্গলবার রাতে তিনি হাঁসখালি থানার হরিহরনগরে বিকাশ ঘোষের বাড়িতে গিয়েছিলেন। রাতে সেখানেই ছিলেন। বুধবার সকালে তাঁকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন বাড়ির লোক। এই ঘটনায় পুলিশ বিকাশবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ জানিয়েছে, হজরত মণ্ডল বিদেশে শ্রমিক পাঠান। ইরাকে শ্রমিক পাঠানোর জন্য বিকাশবাবু এবং পরিচিত সহিদুল কারিগরের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন। মঙ্গলবার প্লেনে শ্রমিকদের ইরাক পাঠানোর কথা ছিল। কাগজপত্র নিয়ে সমস্যার জন্য যাওয়া হয়নি। বিকাশবাবুর বাড়িতে ফিরে গিয়েছিলেন তাঁরা। ওই রাতে হজরতের সঙ্গে একই ঘরে ছিলেন সহিদুল কারিগর। বুধবার সকাল থেকে তাঁর খোঁজ মিলছে না।

প্রায় সাত মাস আগে হয়ে গিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই তালিকায় ৫৪ জনের নাম থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগপত্র না দেওয়ার অভিযোগ তুলে নদিয়া প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির দফতরের সামনে বিক্ষোভ দেখালেন পরীক্ষার্থীরা। তাঁদের মধ্যে অলোক বিশ্বাস বলেন, “পরীক্ষায় পাশ করলাম। প্যানেলেও নাম উঠেছে। কিন্তু নিয়োগপত্র পাইনি।” প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার বলেন, “ওই সব পরীক্ষার্থীর নিয়োগ নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। শীঘ্রই জটিলতা কাটিয়ে নিয়োগপত্র দেওয়া হবে।”

অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের বাতুর গ্রামে। মৃতের নাম অতুল মণ্ডল (৪০)। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সন্ধ্যায় পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক খান। ঘটনা জানাজানি হওয়ার পরে তাঁকে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছু ক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন।

সমস্ত স্নাতক ছাত্রছাত্রীদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে দিতে হবে। এমনই দাবিতে কৃষ্ণনগর জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল এসএসসি পরীক্ষার্থী সংগ্রাম কমিটি। এ ছাড়া কৃষ্ণনগর পৌরসভা মোড়ে কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যেরা। সম্প্রতি শিক্ষা সচিব বিবৃতি দিয়েছেন, এসএসসি পরীক্ষায় বসার জন্য বিএড ডিগ্রি এবং স্নাতক স্তরে ন্যুনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.