টুকরো খবর

১ লক্ষ ডলারে জামিন পেয়ে গৃহবন্দি ফাই
কাশ্মীরি নেতা গুলাম নবি ফাইকে আজ ১ লক্ষ ডলার বন্ডের বিনিময়ে জামিন দিয়েছে আমেরিকার একটি আদালত। তবে তাঁকে এ বার গৃহবন্দি রাখা হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। গত সপ্তাহে ফাইকে গ্রেফতার করে এফবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর থেকে ৪০ লক্ষ ডলার নিয়ে পাকিস্তানের হয়ে কাশ্মীর সমস্যা নিয়ে আমেরিকার মতামতের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। আমেরিকায় ভারত বিরোধী প্রচারেরও অভিযোগ উঠেছে ৬২ বছরের ফাইয়ের বিরুদ্ধে। ফাই আজ আইএসআই-এর থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেও আমেরিকার আইনসভায় পাকিস্তানের হয়ে প্রভাব খাটানোর বিষয়টি অস্বীকার করেছেন। ওয়াশিংটনে কাশ্মীর আমেরিকান কাউন্সিল (কেএসি)-এর অধিকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করছেন ফাই। কিন্তু বিদেশি সরকারের এজেন্ট হিসেবে নিজের বা কেএসি-র নাম নথিভুক্ত না করিয়ে ফাই আইন ভেঙেছেন বলে অভিযোগ এফবিআইয়ের। তাঁর ভার্জিনিয়ার বাড়িতে এবং ওয়াশিংটনে কেএসি-র অফিসে তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে পাওয়া নথিপত্র থেকে ফাই যে পাকিস্তানের হয়ে কাজ করতেন তা প্রমাণিত হয় বলে দাবি করেছে এফবিআই।

ছয় মেয়েকে গুলি করে খুন পাকিস্তানে
প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল দুই বোনের। বাকি চার বোনও সায় দিয়েছিল তাতে। আর সেই ‘অপরাধে’ নিজের ছয় মেয়েকেই গুলি করে হত্যা করলেন এক ব্যক্তি। ভারতের হরিয়ানা, পঞ্জাব বা উত্তরপ্রদেশে নয়। ঘটনাস্থল পাকিস্তানের পঞ্জাব প্রদেশ। আরিফ মুবাশির নামের সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানের একটি দৈনিকে আজ এই খবর প্রকাশিত হয়েছে। পরিবারের ‘সম্মান রক্ষার্থে’ নিজের ছেলে-মেয়েকে খুনের ঘটনা এখন আকছার ঘটছে পড়শি দেশ ভারতের হরিয়ানা, পঞ্জাব বা উত্তরপ্রদেশের মতো রাজ্যে। কিন্তু পাকিস্তানে এই ধরনের ঘটনা তেমন চোখে পড়ে না। পুলিশ সূত্রে খবর, আরিফের ছেলে সম্প্রতি জানায়, তাঁর দুই বোন সামিনা (১৪) ও রাজিয়ার সঙ্গে (১৬) পাড়ারই দুই যুবকের সম্পর্ক আছে। তার বাকি বোনেরা সব ঘটনা জানে বলেও বাবাকে জানায় সে। এর পরই আরিফ তাঁর ছয় মেয়েকে ঘরে ডেকে একে একে সকলকে গুলি করে খুন করেন। এরা প্রত্যেকেই কিশোরী বলে জানিয়েছে পুলিশ। পরিবারের বাকিদের সামনেই চলে হত্যালীলা। আরিফের স্ত্রী মুসারত পুলিশকে ফোন করে সব জানান। পুলিশ এসে আরিফকে গ্রেফতার করে। জাভেদ সিয়াল নামে এক পুলিশ কর্তা জানিয়েছেন, এই ঘটনার পরেও আরিফের আচরণে কোনও রকম আক্ষেপ চোখে পড়েনি তাঁদের। গ্রেফতারের পর আরিফ নাকি শুধু বলেছেন, “দুই বোনের এই আচরণের কথা বাকি মেয়েদের আমাকে জানানো উচিত ছিল। কিন্তু ওরা প্রতেক্যেই ওদের বোনকে সমর্থন করেছে। পরিবারের সম্মানের কথা এক বারও ভাবেনি কেউ। এর পরও এই ধরনের ঘটনা ঘটলে আমি একই কাজ করব।”

দুই জঙ্গি নেতা ধৃত বাংলাদেশে
বাংলাদেশের দু’টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করল পুলিশ। আজ ভোররাতে ঢাকা বিমানবন্দরে মালয়েশিয়াগামী একটি বিমান থেকে ‘হিজবুত তাহরির’-এর উপদেষ্টা মাহামুদুল বারিকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। অন্য দিকে গত কাল রাতে রাজশাহীর একটি অফিস থেকে ‘শাহাদাত-ই-আল হিকমা’-র প্রধান কাওসার হুসাইন সিদ্দিকিকে গ্রেফতার করেছে পুলিশ। কাওসার আগে এক বার ধরা পড়লেও পরে জামিন নিয়ে ফেরার হয়। আজ দুপুরে তাদের আদালতে এনে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। আগামিকাল ফের শুনানি হবে।

বিস্ফোরণে হত কন্দহরের মেয়র
ফের ধাক্কা খেল আফগানিস্তানে শান্তিপ্রতিষ্ঠার প্রয়াস। আত্মঘাতী বিস্ফোরণে নিহত হলেন কন্দহরের মেয়র তথা প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অন্যতম ঘনিষ্ঠ গুলাম হায়দর হামিদি। বুধবার কন্দহরের মিউনিসিপ্যাল ভবনে এক জঙ্গি তার পাগড়ির মধ্যে বিস্ফোরক লুকিয়ে মেয়রের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন ৬৫ বছরের হায়দর হামিদি। তালিবান এই ঘটনার দায় স্বীকার করেছে। ১২ জুলাই প্রেসিডেন্ট কারজাইয়ের ভাই খুন হওয়ার দু’সপ্তাহের মধ্যেই ফের তালিবানি সন্ত্রাসের স্বীকার দেশের আর এক প্রশাসনিক কর্তা।
First Page Bidesh First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.