চিত্রকলা ও ভাস্কর্য ২...
ধরা পড়ে অতীত ও বর্তমানের সংলাপ
অ্যাকাডেমিতে কিংশুক রায়ের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী হল। ২৪টি ছবিতে শিল্পী স্বাভাবিকের সঙ্গে কল্পরূপকে অর্থাৎ রিয়েলিটির সঙ্গে ফ্যানটাসিকে মেলাতে চেষ্টা করেছেন। কখনও বা স্বাভাবিককেই কল্পরূপে রূপান্তরিত করেছেন। এতে তাঁর আলোকচিত্রগুলি সৌন্দর্যের বদলে বাস্তবের গোপন প্রকোষ্ঠকে মেলে ধরতে পেরেছে। যেমন ‘এনকোড ডিকোড’ ন’টি আলোকচিত্রের জ্যামিতিক সমাহার। বিভিন্ন বিষয়ের ছবিগুলিকে একসঙ্গে উপস্থাপিত করে ‘অর্কেস্ট্রেশন’-এর মধ্য দিয়ে শিল্পী অতীত ও বর্তমানের মধ্যে এক সংলাপ তৈরি করেছেন। যুক্তির সঙ্গে যুক্তিহীনতাকে মিলিয়ে আলোকচিত্রের ভিতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়াস অন্যান্য ছবিতেও।

প্রদর্শনী
চলছে

সিমা: ‘সামার শো ২০১১’। চলবে ১৬ জুলাই পর্যন্ত।
অ্যাকাডেমি: সায়ক মিত্র, সাধনা নস্কর প্রমুখ ৬ জুলাই পর্যন্ত।
অরুণ মুখোপাধ্যায়, সুবীর সেন প্রমুখ ৬ জুলাই পর্যন্ত।
সৃজন ৬ জুলাই পর্যন্ত।
অর্ণব মান্না, একতা সিংহ প্রমুখ ৬ জুলাই পর্যন্ত।

শুরু হবে

অ্যাকাডেমি: অমিত বন্দ্যোপাধ্যায় ৭ জুলাই থেকে ১৩ পর্যন্ত।
Previous Item Alochona First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.