টুকরো খবর

কেন্দ্রীয় তেল ও গ্যাস ক্ষেত্র নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন্স (ডিজিএইচ)-এর প্রাক্তন কর্তা ভি কে সিব্বল-সহ আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। এর পর সিব্বলের নয়ডার বাড়ি-সহ ১৫টি জায়গায় তল্লাশিও চালিয়েছে তারা। সিব্বলের বিরুদ্ধে অভিযোগ, ২০০৫-এ ওই পদে থাকাকালীন মার্কিন সংস্থা জিএক্স টেকনোলজিস-কে চড়া দরে খননের বরাত দেন তিনি। যার ফলে প্রায় ৪০০ কোটি টাকা লোকসান হয় কেন্দ্রের। এর জেরে শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে ৪% পড়ে গিয়েছে মুকেশ অম্বানীর আরআইএল-এর শেয়ার দরও। বিশেষজ্ঞদের মতে এর কারণ, আরআইএল-সহ কয়েকটি তেল সংস্থার হয়ে সিব্বলের পক্ষপাতিত্বের অভিযোগের ইতিহাস। সিএজি-র রিপোর্ট অনুযায়ী, কে জি বেসিনে আরআইএলের খননের খরচ প্রায় চার গুণ ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে সাহায্য করেছিলেন সিব্বল। তখন এই নিয়ে অনিল অম্বানী অভিযোগ তুললেও তা খারিজ করে দিয়েছিল ডিজিএইচ।

সুদ ও তেলের দাম বাড়ার জেরে জুনেও কমলো গাড়ি বিক্রি বৃদ্ধির হার। পাশাপাশি যন্ত্রাংশের দাম বাড়ার দরুন বিভিন্ন সংস্থা গাড়ির দামও বাড়িয়েছে। ফলে অনেকেই পিছিয়ে দিচ্ছেন গাড়ি কেনার পরিকল্পনা। আগামী ক’মাসেও এই শিল্প কঠিন পরীক্ষার মুখে পড়বে বলে মত সংশ্লিষ্ট মহলের। জুনে দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজুকি-সহ বিক্রি কমেছে টাটা মোটরস ও হোন্ডা সিয়েলের। রফতানি মিলিয়ে মারুতির বিক্রি কমেছে ৮.৮%। রফতানি মিলিয়ে টাটাদের যাত্রীবাহী গাড়ি বিক্রি ০.৭০% কমে ৬৬,৩৫৮ ছুঁয়েছে। তবে হুন্ডাই ১১.১% ও টয়োটা কির্লোস্কার ৯৫% বিক্রি বাড়িয়েছে। বিক্রি বেড়েছে ফোর্ড, ফোক্সভাগেন, স্কোডা, মার্সিডিজ, নিসান ও মহীন্দ্রারও।

প্রাচীন নিদর্শনগুলি ঘুরে দেখতে রবিবার কালনা শহরে আসছেন রাজ্যের পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। মহকুমাশাসকের কার্যালয়ে একটি বৈঠকও করবেন তিনি। সেখানে কালনা ও পূর্বস্থলীর বিধায়কেরা, পুরপ্রধান, কালনা ইতিহাস পরিষদ, পুরাতত্ত্ব বিভাগ ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কালনা চেম্বার অফ কমার্সের সভাপতি সুবোধ নস্কর বলেন, “মন্ত্রীর কাছে শহরের প্রাচীন নিদর্শনগুলি সংরক্ষণের দাবি জানানো হবে।”
Previous Story Business First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.