|
|
|
|
|
|
|
তিনি বলেন |
একাধিক বার কলেজ কাউন্সিলের বৈঠকে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়ে বিক্রমবাবুকে কোয়ার্টার্স ছাড়তে লিখিত নির্দেশ ধরানো হয়েছে। |
সিদ্ধার্থ চক্রবর্তী |
প্রসঙ্গ মেডিক্যালে জায়গা ‘দখল’ |
|
|
|
|
|
বাজার যাওয়ার আগে |
|
|
গড়িয়াহাট: আলু ১১, পেঁয়াজ ১২, বেগুন ১৪, ক্যাপসিকাম ৫০, টোম্যাটো ১৬, ঢ্যাঁড়স ২০, পটল ১৬, শসা ১৬, ঝিঙে ২৪, কাঁচকলা ৩ (একটি), পালং শাক ২০, কুমড়ো ১৪, বিন ৪০, হিমসাগর আম ৩৫, ল্যাংড়া ৪০, জাম ৮০, লিচু ৬০, কাটা পোনা ১৬০, ইলিশ ৫০০, পমফ্রেট ২৫০, ভেটকি ৩৫০, পাবদা ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৫০।
লেক মার্কেট: আলু ১১, পেঁয়াজ ১৪, বেগুন ১৫, টোম্যাটো ১৫, লাউ ১৫, পটল ১৫, শসা ১৫, কাঁচকলা ৪ টাকা (একটি), হিমসাগর আম ৩৫, ল্যাংড়া ৩৫, জাম ৮০, পেয়ারা ৩০, লিচু ৬০, মোসাম্বি ৫০ (ডজন), কাটা পোনা ১৬০, ইলিশ ৫০০, ট্যাংরা ৩০০, পমফ্রেট ২৫০, ভেটকি ৩০০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৫০।
মানিকতলা: আলু ১১, পেঁয়াজ ১২, ক্যাপসিকাম ৪০, টোম্যাটো ১৬, পেঁপে ১৫, পটল ১৫, জাম ৮০, লিচু ৬০, হিমসাগর আম ৩০, ল্যাংড়া ৩০, কাটা পোনা ১৬০, ট্যাংরা ৩০০, ইলিশ ৫০০, গুরজালি ২৫০, ভেটকি ৩০০, পাবদা ২৫০, তোপসে ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৫০। শোভাবাজার: আলু ১১, পেঁয়াজ ১২, বেগুন ১৫, টোম্যাটো ১৬, পটল ১৫, শসা ১৫, কুমড়ো ১৫, জাম ৮০, পেয়ারা ৩০, হিমসাগর আম ৩০, ল্যাংড়া ৩০, মোসাম্বি ৫০ (ডজন), কাটা পোনা ১৬০, ট্যাংরা ৩০০, পমফ্রেট ২৫০, ভেটকি ৩০০, ইলিশ ৫০০, পার্শে ২৫০, পাবদা ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৫০। |
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে |
|
পুলকরঞ্জন দেব |
|
|
|
শুভ সংখ্যা: ১, ৪, ৮ ও ৯।
শুভ দিন: রবি, সোম ও বৃহস্পতি।
শুভ রং: সোনালি, কমলা, গোলাপি, গেরুয়া,
হলুদ, চাঁপা ও সিঁদুর।
শুভ রত্ন: চুনি, পান্না ও মুনস্টোন। |
স্বাস্থ্য ভালই থাকবে। অন্যের সমালোচনা করে বিব্রত হতে পারেন। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ ফিরে আসবে। স্বনিযুক্তেরা আর্থিক সচ্ছলতা পাবেন। ব্যবসায় ক্রমশ উন্নতি। তবে, সুযোগের সদ্ব্যবহার অত্যাবশ্যক। চাটুকার ও সুযোগসন্ধানী থেকে সাবধান। অতিরিক্ত জাঁকজমকে অর্থের অপচয় বন্ধ করুন। সম্পত্তি কেনার জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেম-প্রীতি ও সঙ্গী নির্বাচনে সুবিবেচনা প্রয়োজন, নইলে মানসিক আঘাত পেতে পারেন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়েদিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে।
|
|
|
|
|
৫০ বছর আগে |
|
|
|
দুর্ভোগের আশঙ্কা |
|
টালা-পলতা পাইপ বসাইবার জন্য কামারহাটি পৌরসভার প্রধান জল নিষ্কাশনের পথ বন্ধ করিয়া দিবার ফলে আসন্ন বর্ষায় সমগ্র বেলঘরিয়া অঞ্চল প্লাবিত হইবে বলিয়া স্থানীয় জনসাধারণের আশঙ্কা। জানা যায় যে, কার্য শেষ হইবার পরে পৌরসভার জল নিষ্কাশনের প্রধান পাইপটিকে এমন ভাবে স্থাপন করা হয় যাহাতে জল নিষ্কাশন ব্যবস্থা বিপন্ন হওয়া স্বাভাবিক হইয়া পড়িবে। পৌরসভার রাস্তার নর্দমাগুলিও দীর্ঘদিনের সংস্কারের অভাবে মজিয়া গিয়াছে। কর্তৃপক্ষ এই ব্যাপারে অবিলম্বে সচেষ্ট না হইলে এই বৎসর ভয়াবহ অবস্থার সৃষ্টি হইবে বলিয়া আশঙ্কা।
- আনন্দবাজার পত্রিকা, ২৭ জুন ১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|