টুকরো খবর

কূটনীতিকের বিরুদ্ধে মামলা পরিচারিকার
তাঁর সঙ্গে দাসীর মতো ব্যবহার করা হত। তাঁকে যৌন হেনস্থা করারও চেষ্টা করা হয়। নিউ ইয়র্কে ভারতীয় কনসাল জেনারেল প্রভু দয়ালের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন তাঁর প্রাক্তন পরিচারিকা সন্তোষ ভরদ্বাজ। প্রভুর বিরুদ্ধে মামলাও করেছেন সন্তোষ। সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ওই কূটনীতিক। ৪৫ বছরের সন্তোষের অভিযোগ, মাসিক ৩০০ ডলারের বিনিময়ে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা খাটানো হত। তাঁর পাসপোর্টও আটকে রাখা হয়েছে। ঘণ্টায় ১০ ডলার এবং ওভারটাইমের জন্য অতিরিক্ত বেতনের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে আমেরিকায় আনেন প্রভু। কিন্তু তাঁকে দেওয়া হত ঘণ্টায় ১ ডলারের থেকেও কম। তিনি বলেন, “পারিশ্রমিক এবং পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য প্রভু দয়ালের বিরুদ্ধে মামলা করেছি।” সন্তোষের আরও অভিযোগ, প্রভু তাঁকে ‘ম্যাসাজ’ করে দেওয়ার আবদারও করেছিলেন। এর পরই প্রভুর বাড়ি ছেড়ে চলে আসেন সন্তোষ। প্রভু দয়াল বলেন, “আমি কখনই সন্তোষকে ম্যাসাজ করে দিতে বলিনি। আমার ম্যাসাজের দরকার নেই। কারণ আমি যথেষ্ট ফিট।”

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত ৪৪
বিমান দুর্ঘটনায় ৪৪ জনের মৃত্যু হল রাশিয়ার উত্তর-পশ্চিমের কারেলিয়া প্রজাতন্ত্রের রাজধানী পেত্রোজাভস্কে। কারেলিয়া প্রজাতন্ত্র ‘সিআইএস’(কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস)-এর সদস্য এবং রাশিয়ার সহযোগী রাষ্ট্র। রাশিয়ার ত্রাণ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, মস্কো থেকে পেত্রোজাভস্কগামী বিমানটিতে চালক ও বিমানকর্মী-সহ মোট ৫২ জন ছিলেন। মৃত্যু হয় ৪৪ জনের। তবে বেঁচে গিয়েছে একটি নয় বছরের শিশু সহ ৮ জন।

সমঝোতা কাণ্ডে দায়ীদের প্রত্যর্পণের দাবি লস্করের
সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণে দায়ী ব্যক্তিদের পাকিস্তানের হাতে তুলে দেওয়ার দাবি জানাল জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া তথা লস্কর ই তইবা। করাচির একটি ধর্মীয় শিক্ষাকেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে এই দাবি জানিয়েছেন লস্কর নেতারা। ভারত ও পাকিস্তানের সংযোগ রক্ষাকারী সমঝোতা এক্সপ্রেসের বিস্ফোরণে সোমবার উগ্রপন্থী হিন্দু নেতা অসীমানন্দের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। লস্কর নেতাদের দাবি, ওই বিস্ফোরণের জন্য দায়ী ব্যক্তিদের পাকিস্তানের হাতে তুলে দিতে হবে। সেই সঙ্গে আমেরিকাকে ঘোষণা করতে হবে পাকিস্তানের শত্রু হিসেবে। লস্কর নেতা আমির হামজা জানিয়েছেন, সম্প্রতি পাক পার্লামেন্টে দেশে আমেরিকার প্রভাব কমানো নিয়ে একটি গোপন আলোচনা হয়। লস্করের এই আলোচনা সভা তারই ফলশ্রুতি। মার্কিন কম্যান্ডোদের হাতে পাকিস্তানে নিহত আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের ঢালাও প্রশংসা করেছেন লস্কর নেতা আব্দুল রহমান মাক্কি। মাক্কির মতে, বিন লাদেনই মার্কিন নাগরিককে খুন ও আমেরিকায় জঙ্গি হানা চালিয়ে আমেরিকার হুঁশ ফিরিয়ে এনেছিলেন। রীতিমতো হুমকির সুরে লস্কর জানিয়েছে, ভারত যেন পাকিস্তানকে আঘাত হানার চেষ্টা না করে।
First Page Bidesh First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.