টুকরো খবর


সাপের ছোবলে মৃত্যু

সাপের ছোবল থেকে প্রতিবেশী বছর চারেকের পিঙ্কিকে বাঁচাতে গিয়েছিলেন অলকা বিশ্বাস (৫৫)। পিঙ্কি রক্ষা পেলেও মঙ্গলবার সকালে সাপের ছোবলে মৃত্যু হয় অলকাদেবীর। করিমপুরের বাজিতপুর হালদারপাড়ার ঘটনা। এ দিন বারান্দায় বসে রান্না করছিলেন অলকাদেবী। উঠোনে খেলছিল পিঙ্কি। তার থেকে খানিকটা দূরেই একটি বিষধর সাপকে দেখতে পেয়ে ছুটে যান ওই মহিলা। পিঙ্কিকে কোলে তুলে নিলেও তাঁর পায়ে ছোবল দেয় সাপটি।

কচ্ছপ উদ্ধার
মঙ্গলবার সকালে সন্দেশখালির জয়গোপালপুর গ্রামে নদী থেকে বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে জেলেদের জালে। সেটিকে নিয়ে যাওয়ার জন্য বন দফতরে খবর দেওয়া হয়েছে। কচ্ছপটির ওজন প্রায় ৪৫ কিলোগ্রাম। ব্লক প্রশাসন সূত্রের খবর, এ দিন ভোরে রায়মঙ্গল নদী থেকে কচ্ছপটি পাওয়া গিয়েছে।

সর্পদষ্টের মৃত্যু

সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃত হাসনাবানু বেওয়ার (৬৫) বাড়ি কান্দির ভবানীপুরে। মঙ্গলবার দুপুরে কান্দি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

First Page Jibjagat First page




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.